গতকাল মঙ্গলবার ভোর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন মারা গেছেন।
গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই এর প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এর মধ্যেই ইসরায়েলি হামলায় গতকাল অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি নিহত এবং ১ লাখ ৬৮ হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি।
পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনিরা— হামাস যোদ্ধাদের নির্বাসন, জিম্মি ফেরত ও বাস্তুচ্যুত গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তারা।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিসরসহ কয়েকটি দেশ এবং প্যালেস্টিনিয়ান অথরিটি। কাতার জানিয়েছে, গাজা পুনর্গঠনে তারা সহায়তা করবে।
পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা