
হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে জয় হাতছাড়া হলেও অ্যাওয়ে ম্যাচে ড্র করে বাংলাদেশ। এই পারফরম্যান্সের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এক ধাপ উন্নতি পেয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে। দলের এ সাফল্যে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারানো সত্ত্বেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সামান্য উন্নতি দেখিয়েছে।
গত ৯ অক্টোবর ঢাকায় হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ৪-৩ গোলে হারের পর একই প্রতিপক্ষের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করে। ফলে 'সি' গ্রুপ থেকে মূল পর্বের খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।
গ্রুপের অন্য দল ভারত দুই ধাপ অবনতি হয়ে ১৩৬তম স্থানে, হংকং চায়না দুই ধাপ নেমে ১৪৮তম স্থানে। সিঙ্গাপুর তিন ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে অবস্থান করছে।
শীর্ষে এখনও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দুইয়ে, ফ্রান্স এক ধাপ নেমে তিনে, এবং ব্রাজিল সপ্তম স্থানে অবস্থান করছে।