
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ফিফা গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরুর পর এটি ছিল প্রথম হালনাগাদকৃত সংখ্যা।
সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এছাড়া ২১২টি দেশ ও অঞ্চলের মানুষ টিকিট কিনেছেন। শীর্ষ ১০ দেশের মধ্যে বাকি সাতটি হলো ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এখন পর্যন্ত ২৮ দল নিশ্চিত করেছে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। বাকি স্পটের জন্য বাছাই চলছেই। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, “এত মানুষ ফুটবলের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে অংশ নিতে চাইছে, এটা দারুণ খবর। এটি প্রমাণ করে যে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ বিশ্বব্যাপী সমর্থকদের উচ্ছ্বাস সৃষ্টি করছে।”
প্রথম ধাপের টিকিট বিক্রিতে আবেদন করেছিল ৪৫ লাখ মানুষ। লটারির মাধ্যমে নির্বাচিতরা টিকিট কিনতে পারবে। পরবর্তী লটারির জন্য আবেদন শুরু হবে ২৭ অক্টোবর থেকে, যেখানে সব ১০৪ ম্যাচের একক, টিম-স্পেসিফিক এবং ভেন্যু টিকিট পাওয়া যাবে। পুরো টুর্নামেন্টে প্রায় ৭১ লাখ সিট রয়েছে, যার মধ্যে কতগুলো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্ধারিত হয়নি। সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬০ ডলার, তবে বেশির ভাগ ম্যাচের টিকিট এর চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।