
এই গ্রীষ্মে মনে হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর উজ্জ্বল ফুটবল ক্যারিয়ার শেষের পথে। ৪০ বছর বয়সী ফরোয়ার্ড আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হওয়ার মুখে ছিলেন, যেখানে তিনি ২০২৩ সালে যোগ দিয়েছিলেন। ঠিক তখনই পর্তুগালকে উয়েফা নেশন্স লিগে শিরোপা জিতানো রোনালদোর জন্য অবসর নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল।
তবে রোনালদো অবসরের গুঞ্জন দ্রুত উড়িয়ে দেন এবং আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেন। চলতি মাসে এক পর্তুগিজ চ্যানেলে তিনি বলেন, “আমি এখনো ভালো পারফর্ম করছি; আমি আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থামব?”
ফোর্বসের অনুমান অনুযায়ী, রোনালদো ২০২৫-২৬ মৌসুমে আল নাসর থেকে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। বেতন ছাড়াও ক্লাব-সম্পৃক্ত বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত প্রণোদনা এতে অন্তর্ভুক্ত। এছাড়া নাইকি, বিন্যান্স ও হার্বালাইফের মতো ব্র্যান্ড থেকে প্রাপ্ত অফ-ফিল্ড আয় যোগ করলে তার মোট আয় দাঁড়াবে প্রায় ২৮০ মিলিয়ন ডলার।
রোনালদোর এই বিপুল আয় তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হিসেবে প্রতিস্থাপন করেছে, যা গত এক দশকে ষষ্ঠবারের মতো। ১৯৯০ সাল থেকে সক্রিয় কোনো ক্রীড়াবিদ রোনালদোর আয় অতিক্রম করতে পারেননি, শুধুমাত্র বক্সার ফ্লয়েড মেওয়েদারই ২০১৫ ও ২০১৮ সালে তার চেয়ে বেশি আয় করেছিলেন।
রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মোট আয় অনুমান করা হচ্ছে ১৩০ মিলিয়ন ডলার, যা রোনালদোর অর্ধেকেরও কম। বিশ্বের শীর্ষ দশ ফুটবলারের মোট আনুমানিক আয় ৯৪৫ মিলিয়ন ডলার।