অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কেবল পড়াশোনাই নয়, সততার চর্চাও জরুরি। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা তাদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান করে।
ড. সালেহউদ্দিন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি হিসেবে সুপরিচিত। আজকের এই আয়োজন সেই মর্যাদাকে আরও দৃঢ় করেছে। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীদের সহায়তা নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ গড়ে তোলা।”
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না, এমনকি কাছের কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার তদবির করা হয়। এখনো ব্রাহ্মণবাড়িয়া অনুন্নত জেলা; এর উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠিত ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমিতির সভাপতি এম এ খালেক বলেন, “ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। ভবিষ্যতে এ অঞ্চলকে মেধা ও অবদানের জন্যই সবাই চিনবে, কোনো নেতিবাচক কারণে নয়।”
তিনি আরও বলেন, এই বৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে নাগরিক গৌরবের বীজ রোপণ করা হচ্ছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আজকের এই সমাবেশ শুধু উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা। এটি হবে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আন্দোলন।” তিনি অনুষ্ঠান সফল করার জন্য দাতা, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।