মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে ‘কবর’ নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কাজীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এসব বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন জেলে আটক ছিলেন। সেখান থেকে সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে তারা ভারতীয় পুলিশের কাছে ফেরত আসেন। পরে ভারতীয় পুলিশ তাদের বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং বিজিবির কাছে তুলে দেয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ভারত থেকে নারীসহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাদের গাংনী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।