অনুষ্কা শর্মা ও প্রিয়ঙ্কা চোপড়া
অভিনেতা দর্শন কুমারকে নিয়ে অনুষ্কা ও প্রিয়ঙ্কার মধ্যে কথা কাটাকাটি!
একসঙ্গে কাজ করতে গেলে বিভিন্ন সময় তর্কাতর্কি লেগেই থাকে। অনুষ্কা শর্মা ও প্রিয়ঙ্কা চোপড়ারও নাকি এই একই অভিজ্ঞতা রয়েছে।
নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? এই আলোচনা প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে। একসময় জ়োয়া আখতারের ‘দিল ধড়কনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই নায়িকা। শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর একটি বিষয়ে মতান্তর শুরু হয়। সেই মতান্তর পৌঁছোয় কথা কাটাকাটিতে। অভিনেতা দর্শন কুমারকে নিয়ে নাকি দুই নায়িকার মধ্যে তর্ক বেধে যায়। এই অভিনেতাকে নিয়ে দুই নায়িকার দুই রকমের মত।
দর্শন কুমার গন্ডাস একজন ভারতীয় অভিনেতা যিনি মূলত হিন্দি ছবিতে অভিনয় করেন। তিনি ‘তেরে নাম’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি সালমান খানের একজন বন্ধুর চরিত্রে অভিনয় করেন এবং ‘মেরি কম’ (২০১৪) ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে পুরুষ চরিত্রে অভিনয় করেন।
অন্য দিকে ‘দিল ধড়কনে দো’ ছবিতে অভিনয়ের আগে ‘এনএইচটেন’ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারত এ নির্মিত একটি হিন্দি থ্রিলার ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন অনুষ্কা। অনুষ্কার মতে, দর্শন কুমার খুব উদ্ধত ধরনের। ভিন্ন মত জানান প্রিয়ঙ্কা। তাঁর মতে, দর্শন খুবই মিষ্টি মানুষ। এই নিয়ে দুই নায়িকার মতান্তর।