মার্কিন কংগ্রেসের শুনানির মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ পেটেল। ট্রাম্পের সহযোগী ও রিপাবলিকান রক্ষণশীল বক্তা চার্লি কার্কের হত্যাকাণ্ডের তদন্তে ভুল পদক্ষেপের কারণে এই শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কার্কের মৃত্যুর পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের পর পেটেল এক্সে পোস্ট করেন, হামলার মূল অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু ওই ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেউ ছিলেন না এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর পর পেটেলকে নিয়ে সমালোচনা শুরু হয়।
এ ছাড়া পেটেলের নিয়োগের পর থেকেই সংস্থাটি রাজনৈতিক বিভেদের শিকার। আগামী মঙ্গল এবং বুধবার সিনেট ও হাউস জুডিশিয়ারি কমিটির সামনে তিনি হাজির হবেন। সেখানে তাকে কার্কের মামলার তদন্ত, রাজনৈতিক কোন্দল এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বিভক্ত এফবিআইর মতো একটি সংস্থাকে স্থিতিশীল করতে তিনি সক্ষম কি না, সেই বিষয়েও প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার প্যাটেলের প্রশংসা করে বলেন, এফবিআই দ্রুততার সঙ্গে কার্কের হত্যাকারী, টাইলার রবিনসনকে চিহ্নিত ও গ্রেপ্তার করেছে। সূত্র: আল-জাজিরা