জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সফরে তাঁর সঙ্গে থাকছেন তিনটি রাজনৈতিক দলের চারজন নেতা। সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনার।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দিতে পারেন।
তবে এই সফরে রাজনৈতিক নেতাদের যুক্ত করার উদ্দেশ্য কী—এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
রাজনৈতিক দলের নেতাদের দাবি, গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে রাজনৈতিক শক্তির ঐক্যকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতেই এ উদ্যোগ। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের ওপরই ন্যস্ত হবে, তাই এখন থেকেই তাঁদের গুরুত্বপূর্ণ আলোচনায় সম্পৃক্ত করা হচ্ছে।
তবে কেন নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই বেছে নেওয়া হলো—এ প্রশ্ন থেকেই যাচ্ছে।