অন্তঃসত্ত্বা গায়িকাকে খুন
চাহিদা নিউজ ডেস্ক | ১২:৩৯ অপরাহ্ন, ১২ এপ্রিল, ২০১৮
পাকিস্তানে সিন্ধু প্রদেশের লারকানা শহরে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে গান না গাওয়ায় এক গায়িকাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার শহরের কাছে কঙ্গনা গ্রামে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ২৪ বছর বয়সী ওই গায়িকার নাম সামিনা সামুন। তিনি সামিনা সিন্ধু নামেও পরিচিত।
খবরে আরও বলা হয়, সামিনা গান করার সময় তারিক আহমেদ জাটোই নামের এক ব্যক্তি তাকে দাঁড়িয়ে গাইতে বলেন। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় গায়িকা ওই আবদার মানতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মদ্যপ তারিক। সামিনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন তিনি।
পরে সামিনাকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
সামিনা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার স্বামী। তিনি স্ত্রী ও গর্ভস্থ সন্তানসহ দুজনকে হত্যা করার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার পর পরই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।